Adsense

সুস্থতায় অতীত

বর্তমান সময়ে সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে মানুষের জীবন যাপন। অতীত কে কুসংস্কার আখ্যায়িত করে মানুষের এই বদলে যাওয়া চরিত্রে হারিয়ে যাচ্ছে অতীতের শিক্ষা। অতীতে নাকি অশিক্ষিত লোকের সংখ্যা নাকি বেশি ছিল কিন্তু জ্ঞানী লোকের সংখ্যা কি কম ছিল? না মোটেও তা নয়। বরং অতীত জনসংখ্যা যে জ্ঞান লালন করত তা বর্তমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার স্বরূপ। যা অস্বীকার করার কোন উপায় নেই। একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার মুখে মধু দেওয়া হতো সেটা কি অজ্ঞতা ছিল? না মোটেও তা নয় শিশুর শরীরে গ্লুকোজ এর মাত্রা সঠিক রাখার জন্য মধু এক কার্যকর উপাদান। খাটি মধু সকল রোগের মহাঔষধ। এখনতো শিশু ভূমিষ্ঠ করতে সিজার করা হয় সিজার শেষে শিশুর মুখে মধু না দিয়ে তার রক্তের গ্লুকোজ এর পরিমান মাত্রা জানতে সদ্য ভূমিষ্ঠ শিশুর শরীর থেকে প্রায় এক সিরিঞ্জ পরিমাণ রক্ত নিয়ে ডায়াবেটিস পরীক্ষার নামে শিশুর খুশিতে আপ্লুত পরিবারের কাছ থেকে বাড়তি কিছু টাকা খসানোর ব্যবসাতে পরিণত হয়ে গেছে বাণিজ্যিক পৃথিবীতে। অথচ সিজার ছাড়াও গর্ভবতীকে পানিতে রেখে বাচ্চা প্রসব করানোর সহজ পদ্ধতি জানার পরেও শুধু বিজ্ঞাপনজনিত অনাকাঙ্ক্ষিত ভয়ে ধাত্রীরাও ডেলিভারি করাতে ভয় পান ফলে সবাই ছোটে ক্লিনিকে। অথচ সরকারি হাসপাতালে সিজার করতে চায়না বলে অনেকেই সেই পথ মাড়াতে চাননা। অথচ একটি সিজার করা শিশু এবং নর্মালে জন্ম হওয়া শিশুর চেয়ে বেশি অসুস্থ থাকে। আমরা এক অসুস্থ বানিজ্যের প্রতিযোগিতার স্বীকার হচ্ছি প্রতিনিয়ত। এ থেকে পরিত্রান পেতে হবে আমাদের শেকড়ে ফিরতে হবে।

No comments: