google-site-verification: google90012c42a1ba93ca.html

google-site-verification: google90012c42a1ba93ca.html

বেকারত্ব নাকি বোকারত্ব

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ এখন দ্রুত উন্নয়নশীল দেশ। উন্নয়নশীলতা বৃদ্ধির অন্যতম কারণ রাজনৈতিক স্থিরতা এবং দীর্ঘমেয়াদী সরকার তথা দীর্ঘস্থায়ী সরকার। যদিও দীর্ঘস্থায়ী সরকারকে কেউ কেউ সৈরাচার বা স্বৈরাচারী সরকার বলতে উদগ্রীব। তথাপি দীর্ঘমেয়াদী সরকারের সুফল জাতি ভোগ করছে। যদিও কেউ কেউ বলতে চাইছে ব্যপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি বা বেকারত্ব কমেনি আসলেও কি তাই? না আসলেও তাইনা আমরা মানসিক ভাবে দৈন্য। আমরা পেশার প্রতি শ্রদ্ধাশীল নই। উপরন্ত আমরা আত্মকেন্দ্রিক। কাজের চেয়ে মজুরীর প্রতি আমাদের আগ্রহ বেশি ফলে বেশি মজুরী দিতে গিয়ে পর্যাপ্ত কর্মী নিয়োগ সম্ভব হচ্ছেনা। তাছাড়া আমরা সব কাজ করতে প্রস্তুত নই কিছু কাজকে ছোট মনেকরি। যদি কর্মসংস্থানের চিন্তা মাথায় থাকত তবে যে কোন কাজ করেই কর্মসংস্থান দূর করা যায়। একজন কৃষিতে স্নাতক স্নাতোকোত্তর শেষ করে কৃষির প্রতি আগ্রহী না হয়ে প্রজাতন্ত্রের কর্মচারী বা অন্য কোন প্রতিষ্ঠানের গোলামী করতে প্রস্তুত হয় কিন্তু কৃষিতে স্বনির্ভর হতে প্রস্তুত হয়না। এই কারনে বেকারত্ব দূর হয়না। ইঞ্জিনিয়ারিং পাশ করা ছাত্র ইনোভেশনে মনোযোগী না হয়ে অন্যের ইনোভেটিভ আইডিয়ার গোলামী করতে চায়। মানসিকতা এমন হলে কি বেকারত্ব দূর করা সম্ভব? কখনই না।