google-site-verification: google90012c42a1ba93ca.html

google-site-verification: google90012c42a1ba93ca.html

Naribaditto

নারী যাকে বলা হয় সৃষ্টির রহস্য যার মায়া ভেদ করে রহস্যা উন্মোচন করার সাধ্য কারো নেই। এই নারীর হৃদয় হচ্ছে রক্তের অতি কঠিন কনা গুলো দিয়ে তৈরী। অথচ তাদের মমতা এত বেশি যে পরিমাপের সাধ্য কারো নেই। নারী এমন একটি মমত্ব যেটা শুধু আপনজনের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এদের মমত্ব সকলের জন্যই বরাদ্দকৃত। একজন নারীকে শুধু নারী বললেই শেষ হয়ে যায়না। প্রতিটি পেশাজীবীর যে পেশাদারিত্ব থাকে একজন নারীকে সেই সকল পেশাজীবীর পেশাদারিত্বের জ্ঞ্যান দক্ষতা তাকে একজনমেই অর্জন ও প্রয়োগ করতে হয়।