google-site-verification: google90012c42a1ba93ca.html

google-site-verification: google90012c42a1ba93ca.html

পরীক্ষা ও পাঠ্যপুস্তক কেন?

ফেরিওয়ালাঃ সমাজের শিক্ষা ব্যবস্থা কেন পরীক্ষা নির্ভর এবং পুস্তক নির্ভর?আসলে সবাই জানে প্রকৃতি হলো শ্রেষ্ঠ শিক্ষক। যারা প্রকৃতির কাছাকাছি থাকে তারা সরাসরি শিক্ষকের তত্বাবধানে থাকে। এবং যারা প্রকৃতির কাছাকাছি থেকে জীবন সার্ভাইভ করে তাদের দক্ষতা ও জ্ঞ্যন বেশি এবং তারা অন্য যে কোন পরিবেশে সার্ভাইভ করা ব্যক্তির চেয়ে অনেক বেশি মেধাবী। আর যারা প্রকৃতির থেকে দূরে অবস্থান করে তারা প্রকৃতির থেকে শিক্ষা নেওয়া ঐ সকল মেধাবীদের মেধাবীদের ভয় পায়। আর যেহেতু প্রকৃতি থেকে দূরে থাকা মানুষগুলোই নীতি নির্ধারক তাই তারা নিজেদের বিজয়ী দেখানো ও ঘোষনার জন্য পরীক্ষা পদ্ধতির প্রবর্তন করে সমাজকে গ্রেড বা ফলাফল নির্ভর করে ফেলেছে। এবং তা একদিনে হয়নি যুগে যুগে হয়েছে এবং আর্থসামাজিক মানষিকতাকে ফলাফল নির্ভর করে ফেলেছে। এ কারণে প্রকৃতির কাছাকাছি থাকা মানুষগুলো প্রকৃতি নামক শিক্ষক থেকে জ্ঞ্যান অর্জনে মুখ ফিরিয়ে নিয়ে শুধু গ্রেড অর্জনের পেছনে ছুটছে। যার ফলাফল হলো শিক্ষিতের সংখ্যা গাণিতিক হারে বাড়ছে আর সুশিক্ষিতের সংখ্যা জ্যামিতিক হারে কমছে। আর সমাজের উপরতলার নীতি নির্ধারক মানুষেরা প্রকৃতির কাছাকাছি থাকার জন্য প্রকৃতিকে উপরতলায় তুলে নিয়ে যাবার চেষ্টা করছে আর নীচতলার প্রকৃতি ধ্বংস করার আয়োজন সম্পন্ন করছে নীতি প্রণয়ন করে। যেন প্রকৃতির কাছাকাছি থাকা মানুষগুলো গ্রেডের দিকে তাকিয়ে থাকছে সামনে এগিয়ে যাবার নামে আর পেছন থেকে ধংস হয়ে যাওয়া প্রকৃতির আর্তনাদ সামনে দৌড়াতে থাকা মানুষগুলোর কানে পৌছায়না।