Adsense

রং পর্ব ২

আজ থেকে কয়েক শতক আগে অর্থাৎ পরাধীনতার শৃংখলে আবদ্ধ হওয়ার আগে এই ভূখন্ডের মানুষ লেখার জন্য কি ব্যবহার করত? সবুজ তাল পাতা, কাপড়, হাড়, পাথর বা অন্য কোন উপকরণ। তার অনেক আগে এই ভূখন্ডের বৌদ্ধ ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের লোকেরা তাম্র পত্র বা পোড়া মাটির উপর অথবা দেয়ালে লিখে রাখত কিন্তু কোথাও লেখার জন্য কাল কোন বস্তুকে পত্র হিসাবে ব্যবহার করেনি। কারণ কি ছিল? কারণ তারাও মনে করতেন কাল রঙ নেতিবাচক প্রভাব ফেলবে তারা সাদা কালীর পরিবর্তে ধুসর কালী ব্যাবহার করত। যে কারণে আগের মানুষগুলো অনেক বেশী প্রতিভাবান এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গী লালন করত। যখন থেকে আমরা লেখার ক্ষেত্রে কালো রং এর ব্যবহার শুরু করেছি বা লেখার ক্ষেত্রে রং বিবেচনা করা ছেড়ে দিয়েছি তখন থেকে আমাদের মানসিক বিপর্যয় শুরু হয়েছে। এটা এমন ভাবে ঘটে গেছে যে আমরা তা বিবেচনা করার অবসর পাইনি। আমি যখন এটা লিখছি তখনো মানুষ এটাকে যুক্তিগতভাবে উপস্থাপন করতে চাইছে বা কন্ট্রাস্ট এর যুক্তি দেখাচ্ছে।আমরা যেন বুঝেও অবুঝ থাকছি।

No comments: