Adsense

সবই যৌক্তিক

পৃথিবী এমন একটি চেইন যেখানে কোন কিছুই এমনি ঘটেনা। প্রত্যাকটা ঘটনা ঘটার পেছনে একাধিক পক্ষ অবস্থান করে। যেখানে এক বা একাধিক পক্ষ লাভবান হয় আবার অপর এক বা একাধিক পক্ষ ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু উভয় পক্ষের জন্যই ঘটনাটি ঘটা অবশ্যম্ভাবী ছিল। প্রতিটি ঘটনা ঘটার পেছনে পৃথিবীর এই চেইনিং কাজ করে। যদি তা না হতো তবে সব দিকে হাহাকার পড়ে যেত। যেমন আপনি কাউকে কিছু মূলধন ধার দিলেন ব্যবসা করার জন্য। কিন্তু কিছুদিন পর দেখা গেল সে আপনার মুলধন দেওয়ার কথাটা অস্বীকার করল। এবার দেখা গেল সেই ব্যক্তির কাছে কারো পাওনা বাকি ছিল। তার স্বচ্ছলতা দেখে সেই পাওনাদার তাকে আটকে ধরে পাওনা টাকা আদায় করে নিল। এবার ভাবুন আপনি মুলধন না দিলে পাওনাদার কিভাবে টাকা আদায় করত? আপনি সাময়িক সমস্যায় পড়লেও অন্যজনের উপকার হলো। ঠিক এই ভাবেই পৃথিবীর কোন কিছুই অমূলক ঘটেনা। প্রতিটা ঘটনাচক্রই কারো না কারো লাভের জন্যই ঘটে থাকে।

No comments: