google-site-verification: google90012c42a1ba93ca.html

google-site-verification: google90012c42a1ba93ca.html

শব্দের সীমারেখা

dir="ltr">শব্দের গন্তব্য কোথায়? শব্দের গন্তব্য আসলে নিদৃষ্ট। শব্দ যেখানে উৎপন্ন হয় সেখানেই স্থীর থাকে অর্থাৎ একটি শব্দ যখন উৎপন্ন হয় তখন যতদুর পর্যন্ত শব্দটি শোনা যায় শব্দের যাত্রা ততদূর পর্যন্তই। অর্থাৎ ঐ সীমানার বাইরে শব্দ যেতে পারেনা। কিন্তু সেই শব্দ পরে আর আমরা কেন শুনতে পাইনা। কারণ হলো একই স্থানে বিভিন্ন সময় বিভিন্ন শব্দ উৎপন্ন হয় এবং শব্দ গুলো সময়ের ব্যবধানে একটির উপর আর একটি পরতে পরতে সাজানো থাকে। ঠিক কলার গাছের আবরণ গুলো যেভাবে একটির ওপর আর একটি সাজানো থাকে। আমরা ইচ্ছা করলে পূর্বের কোন শব্দকে পূনরুদ্ধার করতে পারি যদি পূর্বের কৃত কোন শব্দের নমুনা আমরা সংরক্ষন করতে পারি এবং সেই নমুনার সাথে ম্যচিং করে আমরা পূর্বের উচ্চারিত শব্দ পুনরুদ্ধার করতে পারি। একই ভাবে আমরা অপরাধী শনাক্ত করতে পারি। অর্থাৎ একজন অপরাধী তার অপরাধ সংঘটনের স্থানে যে রুপ শব্দ করে বা শব্দ না করেও তার হার্টবীটের যে শব্দ সেখানে উৎপন্ন হয়েছিল তা সনাক্তের মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত করা যাবে। এবং অপরাধীককে সাজা দেওয়া সম্ভব হবে। এ কাজের জন্য প্রয়োজন পড়বে ভয়েস ম্যাচিং প্রোগ্রাম। যেটা নমুনার সাথে পূর্বের শব্দ ম্যাচ করবে। ন্যানোচিপ মাইক্রোফোন প্রয়োজন পড়বে যেটা অতি ক্ষূদ্রাতিক্ষুদ্র শব্দকে আইডেন্টিফাই করবে এবং ধারণ করবে। এবং নমূনার সাথে ম্যাচিং করবে। এটা সম্ভব হলে মহামনীষীদের বানীও হয়ত খুজে পাওয়া সম্ভব হবে এবং ঘটণা বা বক্তব্যের প্রেক্ষিত খুজে পাওয়া সম্ভব হবে।