google-site-verification: google90012c42a1ba93ca.html

google-site-verification: google90012c42a1ba93ca.html

মাদক নির্মুল কতটা সহজ

বাংলাদেশের মাদক সমস্যা এত প্রকট যে এর ভুক্তভোগী প্রায় সকলেই। কেউ বা প্রত্যক্ষ অথবা কেউ পরোক্ষ। এর জন্য আমরা কখোনো চিরুনী অভিযান কখোনো ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ড দিয়ে যুবসমাজ কে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করছি। এর ফলাফল কতটা সুখকর আমাদের জন্য? অথচ মাদক নিরাময়ের সহজ সমাধানটা এই ভূখণ্ডেই আছে অথচ হাইব্রিড এর উৎপাদন এতটাই বেড়ে গেছে যে প্রকৃত দেশি উৎপাদন আজ শুন্যের কোঠায়। অথচ এগুলোই পারত মাদক কে নির্মূল করতে। দেশি কাগজি জাতের লেবুর ভেষজ গুন হচ্ছে শরীরের রক্তে মিশে গিয়ে। মাদক গ্রহণে উৎসাহ প্রদানকারী স্নায়ু গুলোকে নিস্তেজ করে দিয়ে রক্ত পরিশোধন করে সুস্থ জীবনের পথে পরিচালিত করে। অথচ হাইব্রিড প্রজাতির লেবুগুলোর সেই গুনাগুণ সীমিত। তাই সমাজ কে মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজ জাতি ও দেশ কে রক্ষা করতে দেশি প্রজাতির কাগজি লেবুর কোন বিকল্প নেই। আসুন দেশি প্রজাতির কাগজি লেবুর উৎপাদন বৃদ্ধি করে সকাল বিকাল মাদকাসক্ত সন্তানকে তার রস পান করায় এবং সমাজ কে মাদক মুক্ত করি।