google-site-verification: google90012c42a1ba93ca.html

google-site-verification: google90012c42a1ba93ca.html

PICTURE OR....

চিত্র বা ছবি কি? আসলে চিত্র বা ছবি হলো দর্শকের সম্মোহিত হয়ে পড়া। যখন কোন দর্শকের সামনে চিত্র বা ছবি উপস্থাপন করা হয় তখন সংশ্লিষ্ট দর্শক সম্মোহিত হয়ে পড়ে, এবং সম্মোহিত অবস্থায় চেনা বা স্মৃতিতে থাকা তথ্যের সাথে মিল খুজে দেখে এই সার্চিং প্রক্রিয়াটি ঘটে ন্যানো সেকেন্ডের মধ্যে যা কম্পিউটার এর চাইতেও দ্রুত সম্পন্ন করে। যদি স্মৃতিতে রক্ষিত তথ্যের সাথে মিলে যায় তবে দর্শক তা চিনতে পারে না থাকলে পারেনা। সম্পূর্ন প্রক্রিয়াতে শিল্পী যে চিত্র উপস্থাপন করেছেন সেটা হলো শিল্পীর সম্মোহন করার ক্ষমতা। এ কারনেই কোন কোন ছবি অবিকল চেহার সাথে মেলে কোনটা মেলেনা। সবাই আকতে পারে কিন্তু সবার অংকনে সম্মোহনী ক্ষমতাটা প্রকাশ হয়না ফলে আমরা মনে করি সংশ্লিষ্ট অংকন কারীর ছবিটি ভাল হয়নি বা ভাল হয়েছে।