শেষ একটা উপদেশঃ ইসলাম আপনার, রাসুল আপনার, কোরআন ও আপনার যা সৃষ্টি কর্তা কর্তৃক আমার আপনার কল্যাণের জন্য উত্তম নিয়ামত তা নিয়ে বিভ্রান্ত না হয়ে নিজে শিখুন নিজের চিন্তা চেতনাকে প্রসারিত করুন আত্মশুদ্ধি অর্জন করুন পারফেক্ট হন। কোরআন এমন এক গ্রন্থ যা নিয়ে তর্ক করে আপনি মনে করলে শয়তানকেও জেতাতে পারবেন আর যার জিনিস তাকে জেতানো যাবে এটাতো বলার অপেক্ষায় রাখেনা। আল্লাহ আমাদের সহায় হোন।
Adsense
Mr Perfect man
পৃথিবী একটা টেষ্ট কেস এখানে কোন কিছুই পারফেক্ট না। যিনি সবকিছু পারফেক্ট পাবেন তিনি পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবেন, বাকিরা যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে যাবেন। আবার শুরু হবে নতুন ট্রায়াল এখানেও কিছু মানুষ পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবেন। কিছু মানুষ ফিরে যাবেন একই প্রক্রিয়ায়। যিনি বাছাই পর্বে এতো বেশি পয়েন্ট অর্জন করবেন যে তার পয়েন্ট চ্যাম্পিয়ন এর স্কোর অতিক্রম করবে ফলে তাকে আর ফিরে আসতে হবেনা এবং তিনি পারফেক্ট অর্জন করবেন। আজকাল ঈমানদার মানুষ বলে দাবীদ্বারেরা অন্যের ধর্মকে ছোট করে দেখে অথচ আল কোরান স্বাক্ষ্য দেয় এমন কোন জনপদ নেই যেখানে সৃষ্টিকর্তা পথ প্রদর্শক পাঠান নি। অর্থাৎ আমাদের জানা অজানা সকল জনপদেই কখনো না কখনো পথ প্রদর্শক এসেছিলেন। কেউবা নবী রুপে কেউবা রাসুল রুপে কেউবা উভয় রুপে। তবে পারফেক্ট এবং লেটেস্ট হিসাবে এসেছিলেন হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি প্রমাণ করে গেছেন যে কোন অবস্থাতেই পারফেক্ট হওয়া যায় পারফেক্ট থাকা যায়। তাই বলা হলো নবী বা রাসুল রুপে আর কেউ আসবেন না। তার অর্থ আমরা দাড় করিয়েছি আর কেউ কখনোই আসবেননা পথ প্রদর্শক রুপে। এটা ইয়াজিদ পরবর্তী মুসলিম উম্মার বক্তব্য। যদি কোন পথ প্রদর্শক নাই আসেন তবে বাঘের পিঠে মাছের পিঠে চেপে যারা পথ দেখাতে এসেছিলেন এরা কি ষষ্ঠীর জামাই? আসলে প্রতিটি জনপদে কেয়ামত পর্যন্ত পথ প্রদর্শক আসতে থাকবেন এবং আসবেন তবে নবী রুপে বা রাসুল রুপে নয়। হয়তো কবি রুপে হয়তো রবি রুপে বা বিজ্ঞানী রুপে বা ডাক্তার রুপে বা রাজনীতিবিদ হিসাবে তবে আসবেন। এখন প্রশ্ন হলো তাদের আমরা চিনব কিভাবে। আসলে তাদের কে চিনতে হলে আত্মার পরিশুদ্ধতা সৃষ্টিকর্তা প্রদত্ত জ্ঞ্যন, বিচার বিশ্লেষণ ক্ষমতা এগুলো থাকতে হবে। আছে এগুলো আমাদের? আছে হালাল উপার্যন নীতি নৈতিকতা? তাহলেতো চেনা দায়। সাগরের জল যদি কালি হয় আর গাছ যদি কলম হয় কোরআনের একটা ১টা আলিফের তাফসির করে কেউ শেষ করতে পারবে? সবাইতে তাফসির পড়েন তাফসির পড়েন বোঝেন, কেউ কেউতো আবার একঘন্টার চুক্তিতে একটা আয়াত বা সুরার তাফসির করে ফেলে নিজের পান্ডিত্য জাহির করে ফেলেন। আর এ সকল ধর্মব্যবসায়ীদের তাপে আপনার পথ প্রদর্শক খোজার বাতিক শেষ হয়ে যাবে। ভাববেন যদি পিছু লোকে কিছু বলে? যদি নাস্তিক বা মুরতাদ ঘোষণা করে! আরে ভাই আপনার উদ্দেশ্য যদি সৃষ্টিকর্তার আনুগত্য হয় তবে কে কি ভাবলো তা নিয়ে এত মাথা ঘামানো কেন? ওরা পথ প্রদর্শক এর পথ গোপন রেখেছে শুধু নিজেদের ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য। এক একটা মামুনুল যেটা পারে একজন সাধারণ মুসলিম যিনি রাসুল (স) এর নামটাও ঠিক মতো উচ্চারণ করতে পারেননা তারাও এত নীচে নামার কথা কল্পনার মাধ্যমেও সাহস করেনা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment