Feriwala Sottonondi:
বর্তমান সামাজিক ও নৈতিক অবক্ষয় গুলোর মধ্যে অন্যতম হলো পরকিয়া। এই পরকিয়ার কারণ কি? আসলে এর অন্যতম কারণ হলো আমাদের কৃত্রিমতার উপর নির্ভরতা। আসলে প্রযুক্তির কল্যাণে আমাদের গৃহে বা কর্মক্ষেত্রের নারীদের অফুরন্ত অবসর। যেমন আগে একজন গৃহীনি মসলা পেসাই করতে যে শ্রম দিতেন এবং যে খাটুনি খাটতেন এতে তিনি যে ক্লান্তিটুকু অর্জন করতেন তাতে এমন অনৈতিক ভাবনা তার মাথায় আসার সুযোগ কম ছিলো। অনুরূপ চুলার পাশে বসে রান্না করা, তরকারি কাটা, ডাল ভাংগা, যাতা পেসা, ঢেকিতে পাড় দেওয়া, ধান সিদ্ধ করা ধান ভানা ইত্যাদি নানা সাংসারিক কাজের চাপে তাদের শরীরের ক্লান্তিতে তাদের মনে এমন অনৈতিক বিষয় নিয়ে ভাবার সময় বা সুযোগ কোনটাই ছিলনা। আবার সেই কাজ গুলো করতে যে শারীরিক মানষিক কসরত ছিলো তা অনেকটা যৌনতার চাহিদা জাগতে দিতোনা ফলে তারা অনৈতিক যৌনাচারের প্রয়োজনীয়তা অনুভব করতেননা। এছাড়া অধিকাংশ পরিবার একান্নবর্তী হওয়ার কারণে সবাই একে অপরের অঘোষিত নজরদারির মাঝে থাকতেন। তাছাড়া পরিবারে সবাই মিলে মিশে থাকার কারণে কেউ একাকীত্ব অনুভব করতেননা ফলে কেউ মস্তিষ্ক অলস থাকতোনা ফলে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে কেউ অনৈতিক যৌনাচারের কথা ভুলেও ভাববার অবকাশ পেতেন না। যদি কারো মনে ভূল করেও এমন অনৈতিক যৌনাচারের কথা মাথায় এলেও একান্নবর্তী পরিবার হওয়ার কারণে তা চরিতার্থ করার সুযোগ পাওয়া ছিল সুদুর পরাহত।
No comments:
Post a Comment