Adsense

বর্ণ বিন্যাস

আধুনিক পৃথিবীতে সব কিছুই বিবর্তিত হচ্ছে আপডেট হচ্ছে। আধুনিকায়ন করা হচ্ছে পৃথিবীর সকল ব্যবস্থা। সকল ধারণা কৃষ্টি কালচার। সমাজের সামান্য সদস্য হিসাবে এগুলোর সুফলও আমরা ভোগ করছি। দুরত্ব কমিয়ে আনা হচ্ছে মানুষ মানুষের ব্যবধান। বিশ্বায়ন যুগের নাগরিক হিসাবে একে অপরের পাশে দাড়ানোর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একে অন্যের উন্নয়নেরও অংশীদার আমরা। বিশ্বের একপ্রান্তের সমস্যা দুরীকরণে অন্য প্রান্ত ছুটে চলে বন্ধুত্বের হাত বাড়িয়ে। তথাপিও কেন যেন আমাদের দুরত্ব ঘুচছেনা। কোথায় যেন একটা ব্যবধান রয়েই যাচ্ছে। আধুনিকি করণের পরেও একটি অংশে যেন আধুনিকতার ছোয়া লাগছেই না। কোথাও না হলেও আমরা যেন ভাষাগত আধুনিকতা অর্জন করতে পারছিনা। ভারতীয় ভাষাগুলো এখনো আধুনিকতার রুপ অর্জন করতে পারছেনা। বিশ্বে এখনো অনেক ভাষা আছে যার বর্ণ সংখ্যা ৩০ এর উপরে। যেখানে সর্বজন স্বীকৃত পূর্নাংগ জীবন ব্যবস্থা আল কোরআন এর ভাষা তথা আরবি ভাষার বর্ণ সংখ্যা মাত্র ২৯, সমগ্র বিশ্বে রাজত্ব করা ইংরেজি ভাষার বর্ণ সংখ্যা মাত্র ২৬ তখন উন্নয়নশীল দেশ সমূহের বিভিন্ন ভাষা যেমন বাংলা, হিন্দি, মান্দারিন ইত্যাদি ভাষার বর্ণ সংখ্যা প্রয়োজনের চেয়ে বিলাসিতার পরিচয় বহন করে বেশী। যদি সবাই আমরা বৈশ্বিক নাগরিক হই তবে ভাষার ব্যবহারে কেন আমরা ব্যবধান দূর করছিনা। সকল ভাষাকে কেন একই ফ্রেমে আনতে পারছিনা। এটা নিয়ে গবেষণা করা উচিৎ। সকল ভাষার বর্ণগুলোকে একই ধারাবাহিক অনুক্রমে সাজানো দরকার। ব্যকারণিক অসুবিধা দূর করে একই উচ্চারণ ধারাবাহিকতা বজায় রেখে ঘোষ ধ্বনি উঠিয়ে দেওয়া প্রয়োজন। এতে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিশুদের উপর বাড়তি বর্ণের চাপ কমানো সম্ভব বলে মনে করছি।

No comments: