Adsense

সম্পর্ক বিনিয়োগকৃত

সম্পর্ক কি? সম্পর্ক হলো ব্যক্তির সহিত ব্যক্তিবর্গের পারস্পারিক বোঝাপড়া অর্থাৎ একজনের সাথে অন্যজনের সামাজিক পরিচিতি। যেমন বাবার সাথে মা, মায়ের সাথে সন্তান, ভাইয়ের সাথে বোন, বোনের সাথে দুলাভাই, স্বামীর সাথে স্ত্রী, বন্ধু বান্ধব অর্থাৎ সকল সামাজিক পরিচিতিই এক একটি সম্পর্ক। আর এই সম্পর্ক গুলো সমাজে ব্যক্তির সতন্ত্র একটি অবস্থান তৈরী করে। কিন্তু এই অবস্থান কিন্তু এমনি এমনি তৈরী হয়না এর পেছনে বিনিয়োগ করতে হয়। সামাজিক পরিচিতির সাথে  ব্যক্তির সতন্ত্র অবস্থানের ভিত্তিতে এই বিনিয়োগ কম বা বেশি হয়ে থাকে। যেমন আপনি কার সাথে কোন পরিচিতি বহন করছেন তার উপর নির্ভর করে আমাদের বিনিয়োগ। এই বিনিয়োগ সব সময় আর্থিক হবে তা কিন্তু নয়। সম্পর্কের ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে কায়িক হতে পারে মানসিক হতে পারে আর্থিক। আবার আপনি যে সামাজিক পরিচিতি বহন করছেন সম্পর্কের কারণে সেই পরিচিতির গভীরতার উপরেও বিনিয়োগ হার নির্ভর করে। কিন্তু সকল ক্ষেত্রেই বিনিয়োগ করতে আপনাকে হবেই। যেমন সন্তান হিসাবে আপনার যার সাথে পরিচিতি সেখানেই যদি আপনি বিনিয়োগ না করেন তবে সন্তান আপনার প্রতি অনুরক্ত হবেনা। আবার আপনি যখন সন্তান তখন পিতামাতার প্রতি আপনার যদি বিনিয়োগ না থাকে তবে আপনি সংশ্লিষ্ট সম্পর্ক নিয়ে কিন্তু বিব্রত হবেন। আবার যদি স্ত্রী নিয়ে যে সম্পর্কের পরিচিতি সে পরিচিতি প্রশ্নের মুখে পড়বে যদি আপনি প্রয়োজন অনুসারে বিনিয়োগ করতে ব্যর্থ হন। আর এই বিনিয়োগ যদি প্রয়োজন পুরন করতে পারে তবে আপনি লাভবান। আর যদি প্রয়োজন এর তুলনায় অপ্রতুল হয় তবে আপনি ক্ষতিগ্রস্ত। হয়ত অনেকে এটাকে বিনিয়োগ বলতে নারাজ। হয়ত বলতে পারেন এগুলো খরচ। কিন্তু সেটা ভূল ধারনা। কারণ প্রতিটি খরচের পেছনে ব্যক্তির আর্থিক বা অনার্থিক প্রাপ্তিগত পরিতৃপ্তি জড়িত থাকে। আর যেখানে প্রাপ্তিযোগ এর নিমিত্তে ব্যয় করা হয়ে থাকে সেটাকেই বিনিয়োগ আখ্যায়িত করা যায়। কারন সংশ্লিষ্ট ব্যয় এর পেছনে স্বার্থ নিহিত থাকে। হয়ত কখনো বিনিয়োগ পরবর্তীতে করা হয় কখনো বা এডভান্সড শুধু অনাগত ভবিষ্যৎ সম্বন্ধে ধারনা না থাকার কারনে মানুষ অনিশ্চিত এর প্রতি বিনিয়োগ করা থেকে বিরত থাকেনা। যেটা অনেকটা জুয়া খেলার মত। যেমন একজন পিতা সন্তানের পেছনে বিনিয়োগ করেন কিন্তু জানেননা সন্তান ভবিষ্যৎ-এ তার প্রতি ভবিষ্যৎ এ বিনিয়োগ করবে কিনা। তার বৃদ্ধ বয়সে দেখাশোনা বা অনুগত থাকবে কিনা। নাকি স্ত্রীর স্বামী হয়ে দূরে চলে যাবে।

No comments: