প্রতিটি ঘটনা ঘটনার পুনরাবৃত্তি, এখানে ঘটনায় নতুনত্ব বা অভিনবত্ব কিছু নেই একই ঘটনা বার বার আবর্তিত হয়। স্মৃতিশক্তির দূর্বলতা বা গভীরতর মনোনিবেশ এর অভাবে আমরা তা মনে রাখতে পারিনা বা স্মরণ করতে পারিনা। কিন্তু প্রতিটা ঘটনা একই রুপে বা ভিন্নরুপে আবর্তিত হয় এবং আমরা ব্যস্ততম বাস্তবতায় তা ভেবে দেখার অবসর পাইনা। যেমন ধরুন নবাব সিরাজ উদ্দৌলার পলাশীর প্রান্তরে পরাজয়। আবার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় বাংগালী জাতিরজনক বঙ্গবন্ধুর স্নায়ুযুদ্ধে পরাজিত হওয়া। ঘটনাক্রম একই শুধু ব্যক্তিরুপের পরিবর্তন। যেমন সেনাপতি মীরজাফর এর এক চোখ কানা ছিল আবার জিয়াউর রহমানের একচোখ কানা ছিল। ভগবানগোলার ভন্ডপীর এর ভুমিকা আর গোলাম আযমের ভূমিকা, জগৎশেঠ রায়দূর্লভদের ভূমিকা, ৭৫ এ ইস্পাহানী, ডালিমদের ভূমিকা, মোহনলাল এর ভূমিকা তাজউদ্দীন নজরুলদের ভূমিকা। আসলে আমরা ভেবে দেখিনা কখনই। আবার এগুলোতো গেল বড় বড় জাতীয় ইস্যু অথচ এখানেই শেষ নয়। আমাদের ব্যক্তিক অনেক বিষয় গুলোও অনুরুপ ঘটনার প্রতিরুপ। আমাদের এই ক্ষুদ্রতর পরিসরেও বিশ্বাসঘাতক মীরজাফর, ঘষেটি বেগম রায়দূর্লভেরা বাস করে এবং আমাদের বিরুদ্ধে চক্রবুহ্য রচনা করে হয়ত আমরা কখনো এই চক্রবুহ্য ভেদ করে বের হতে পারি কখনো পারিনা। এই কারনে আমরা কখনো বিজয়ী কখনো পরাজিত। কিন্তু বিশ্লেষণ করার অবসর আমাদের নেই। আমরা যান্ত্রিক জীবনে রোবটের মত ক্লান্তিহীন ছুটে চলি।
No comments:
Post a Comment