google-site-verification: google90012c42a1ba93ca.html

google-site-verification: google90012c42a1ba93ca.html

শান্তি

শান্তি সে তো অনেকদুর। শান্তি শান্তি ওশান্তি নাকি অশান্তি। শান্তি তখনই শান্তি আসবে যখন আপনি আমি শান্ত হব। আসলে কি আমরা শান্ত হতে পারছি? না আমরা শান্ত হতে পারছিননা বেপরোয়া মন আর আর্থ সামাজিক প্রতিযোগিতা আমাদের শান্ত হতে দেয়না। কেন এই প্রতিযোগিতা কারণ আমরা অতৃপ্ত। কেন অতৃপ্ত কারণ আমরা লোভী। আরো পাবার আকাঙ্ক্ষা আমাদের অতৃপ্ত করে রাখে। আমরা যতদিন প্রকৃতির মাঝে ছিলাম যতদিন আমরা প্রকৃতির কাছে ছিলাম যতদিন আমরা প্রকৃতির প্রদত্তে সন্তুষ্ট ছিলাম ততদিন আমাদের শান্তি ছিল। যখনই আমরা প্রকৃতি থেকে দূরে সরেছি তখনই আমাদের অতৃপ্তি বেড়েছে। রুক্ষ প্রযুক্তির যুগে বেশি পাবার আকাঙ্ক্ষা আমাদের কায়িক পরিশ্রম কমিয়ে মানসিক পরিশ্রমের পরিমান বাড়িয়ে দিয়েছে। আর যখন মানসিক পরিশ্রম বেড়েছে তখনই আমাদের মস্তিষ্ক বেশি ব্যস্ততা অনুভব করছে। শত ব্যস্ততার কারণে শান্তি নামক শব্দ এবং অনুভুতি জালিকার মত বিন্যস্ত স্মৃতি থেকে খুজে পেতে জটিলতা অনুভব করছে এই কারণে আমরা আর শত চেষ্টা করেও শান্তি ফেরাতে পারছিনা। এককালে বুজুর্গ ব্যক্তিরা একা একা ধ্যান করে বা সময় কাটিয়ে নিজের উপর নিয়ন্ত্রন আনতেন বা লোভ ত্যাগ করতে পারতেন। এখন আর আমাদের একাকী সময় নেই যেহেতু বিবেককে আমরা একাকীত্ব দিতে ব্যর্থ হচ্ছি সেহেতু বিবেক আমাদের ছেড়ে চলে যাচ্ছে।