Adsense

বোকার ভাবনা।

  একজন কাংখিত জীবন সাথী আমার চোখে যেমন হওয়া উচিৎ? আসলে আমার জীবনসাথী প্রথমত হতে হবে আমার প্রেমিকা। যে হবে ফ্যাশান সচেতন সাথে ধর্মীয় অনুভুতির অনুরাগী হতে হবে। তার শরীর হবে পাতলা ঠোট মাঝারী কিন্তু গোলাপী। হাত পা হবে কোমল। বুদ্ধিমতি হতে হবে। সে হবে আমার একমাত্র আমার। তার উপর সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার থাকতে হবে। আমার অনুমুতির বাইরে একটি ধাপ দেওয়াকে অন্যায় ভাবতে হবে। সে আমাকে প্রতিনিয়ত দেশ সেবায় অনুপ্রানিত করবে। ধর্মীয় রীতি নিতী আদর্শ মেনে চলতে তাগিদ দিবে অপচয় করবেনা। গৃহ অভ্যান্তরে শাড়ীর সাথে ঘটি হাতা কনুই এর নিচ পর্যন্ত ব্লাউজ পরবে নাকে নোলক দিবে শাড়ি পরবে। মাঝে মাঝে আমাকে নৈতিকতা শেখাবে অবৈধ উপার্জন থেকে বিরত থাকতে সহায়তা করবে। সামাজিক দায়িত্ববোধ থাকতে হবে। আমার প্রতি বন্ধু সুলভ হবে পরিপূর্ন ভালবাসা দিয়ে আগলে রাখবে। ব্যপক পড়াশুনা করবে। প্রতিটি বিষয় আমার মত করে ভাববে। আত্মকেন্দ্রিক হবেনা পরিবারের গুরুত্বপূর্ন সদস্যা হিসাবে ভূমিকা পালন করবে।

No comments: