পূনর্জন্ম কেউ বিশ্বাস করে কেউ করেনা আপনি কি করেন? হয়ত না বা হয়ত হ্যা। পুনর্জন্ম আসলেও সম্ভব। আর এটি তখনই সম্ভব যখন আপনি যার পুনর্জন্ম চাইছেন তার সম্বন্ধে আপনার পুর্ণাংগ ধারণা অর্জন করতে পারেন। যেমন আপনি একটি গাছের পূনর্জন্ম চান তবে প্রথমে আপনাকে ওই গাছের সম্বন্ধে পুর্নাংগ ধারনা থাকতে হবে। অর্থাৎ ওই গাছটি যখন জীবিত ছিল তখন তার মধ্যে কোন প্রাকৃতিক উপাদান কি পরিমানে বা কি অনুপাতে ছিল তা আপনাকে বিস্তারিত জানতে হবে। এবার গাছটি যখন মারা যাবে তখন কোন উপাদান কি পরিমানে আগে কি অনুপাতে শেষ হচ্ছে তা আপনাকে সংগ্রহ করতে হবে। এবার মৃত গাছটির মাঝে সেই উপাদানগুলো আনুপাতিক হারে এবং সঠীক ধারা অনুসারে প্রয়োগ করে দেখুন দেখবেন আবার মৃত গাছটি তাজা হয়ে গেছে। প্রতিটি জীবেরই এভাবে পূনর্জন্ম দেওয়া সম্ভব। হয়ত সৃষ্টিকর্তা এভাবেই আমাদের আবার জন্মগ্রহন করাবেন। আর এই পূনর্জন্ম প্রদানের জন্য যার যে উপদানগুলো প্রয়োজন এবং যেখানে সে উপাদান গুলো মজুদ রয়েছে সেই স্থানেই সংশ্লিষ্ট জীব ইহলোক ত্যগ করে পরলোকের যাত্রা শুরু করে।
ফেরিওয়ালা
Adsense
পূনর্জন্ম সম্ভব? অসম্ভব
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment