আমার লেখার ধৈর্য আছে আপনার পড়ার ধৈর্য নেই এটা নগ্ন সত্য।
প্রতিটি চোখের পলক এক একটা জীবনকাল। যতবার চোখে পলক পড়ে ততবার তুমি জন্ম নিলে। প্রতিটি জন্মে তুমি যা দেখলে যা করলে যা বললে তার হিসাব সংরক্ষিত। তার ফলাফল কোন এক নব জনমে অপেক্ষা করে আছে তুমি শুধু তার জন্য প্রস্তুত থাকো। তোমার পলক ঝাপটানোতে যে জীবনকাল শেষ হলো যে গ্রহে তোমার জীবনকাল হিসাব নিকাশ শেষ হলো ফলাফল ঘোষণা ও সেলিব্রেশন শেষ হলো সেই জন্মের পৃথিবীটা নেতিবাচক হলে তা ব্ল্যাক হোলে মিলিয়ে গেলো। ইতিবাচক হলে আরেকটি পৃথিবীর জন্ম হলো। আমরা যেটাকে জন্ম মৃত্যু বলি সেটা শুধু মাত্র আমাদের মহাজাগতিক পরিভ্রমণের একটি অধ্যায় মাত্র। এই অধ্যায়ে আমরা মহাজাগতিক বিষয়ে যতটুকু জানবো আমাদের যাত্রা শুধুমাত্র সেটুকু সমাপ্ত হলো। মহাজগতের যে টুকু অজানা রয়ে গেলো সেটুকুর জন্য শুরু হবে অপর এক অধ্যায়। যাকে সুফিবাদ বলে পর্দা নেওয়া ধর্ম বলে পরলোকগমন। আর পরবর্তী অধ্যায় সুখমূলক না কষ্টমূলক তা নিয়ে স্বর্গ নরক বা জান্নাত জাহান্নামের অলীকতা। কেউ দিতে পারেনি যার নিশ্চয়তা। কেউ কেউ এটাকে পেতে হুরের পানিয়ের লোভ দেখিয়েছে কেউবা উর্বসীদের সরাবের লোভ দেখিয়েছেন কিন্তু নিশ্চয়তা কেউ দেয়নি শুধু সম্ভাবনা দেখিয়েছেন এটা এটা করো তুমি পেলেও পেতে পারো এটা এটা কোরোনা তাহলে তুমি পাবেনা কিন্তু নিশ্চয়তা কেউ দেননি ছেড়ে দিয়েছেন তিনির উপর অর্থাৎ সৃষ্টিকর্তার উপর, এই সৃষ্টিকর্তাটাই বা কে তিনি দেখতে কেমন তিনি কি করেন কেন করেন তাকে কিভাবে পাওয়া যায়, কি তার নিশ্চিত উপায়? উপায়তো বলে কিন্তু করে দেখায়না। যিনারা করে দেখিয়েছেন তাদেরকে যারা করে দেখাতে পারেনি তাদের কাতারে নামিয়ে এনে সফল বার্তাবাহক বা মহান খেতাব দিয়েছি, ধর্মের ভাষায় পয়গম্বর বা দেবতা বানিয়ে শুধু দূত হিসাবে চিহ্নিত করেছি এটাই যেন সকলের ধর্ম। আদৌতে সত্য নগ্ন কিন্তু আমরা অন্যত্র মগ্ন। আমার লেখার ধৈর্য আছে আপনার পড়ার ধৈর্য নেই এটাও নগ্নসত্য।
No comments:
Post a Comment