Adsense

নতুন পুজিবাদের আবির্ভাব

আধুনিক সমাজে নতুন আংগিকে এক সামাজিক বুর্জোয়া শ্রেণী আবির্ভূত হচ্ছে। হয়ত সমাজে শ্রেণী সংগ্রামীর সংখ্যা শুন্যের কোঠায়। কিন্তু সামাজিক শ্রেণী শত্রুর সংখ্যা কিন্তু শুন্য নয়। বিশেষ একটি মহল ঠিক শোষক বা মহাজনি কায়দায় শ্রেণী ব্যবধান বাড়াচ্ছে। একটি শ্রেণী সমাজের কর্ণধার আর একটি শ্রেণী কর্মচারী আর একটি শ্রেণী বঞ্চিত। যতই দেশাত্ববোধ এর ধোয়া তুলে সাধারণকে বঞ্চিত করছে। জনতা হয়ত কিছু বুঝতে পারছেনা কিন্তু নিজের স্বার্থে আনুগত্য করছে। এখানে শোষক বা মহাজনের দোষ নেই। মহান সৃষ্টিকর্তা যখন আনুগত্যকারীর জন্য তখন শোষক বা মহাজনের দোষ কেনই বা দিতে হবে? যারা স্বাধীনতার জন্য শহীদ হয়েছে তাদের আত্মাহুতি বৃথা বরং তাদের মাঝে যে দেশাত্মবোধ ছিল আমাদের মাঝে তা নেই। যদি তাই থাকত তবে ভূয়া মুক্তিযোদ্ধার আবির্ভাব হতোনা। দেশে মাদক বা দূর্নীতি আবির্ভাব হতে পারতনা শহীদের রক্তে রঞ্জিত ভূমিতে অন্যায়ের হাত কেপে উঠার কথা। কিন্তু তা কেপে উঠেনা। বরং যারা শহীদ হয়েছেন তারা জীবিত থাকলে আমরা দেশাত্ববোধ শিখতে পারতাম। অন্তত ৩০ লক্ষ দেশাত্ববোধ সম্পন্ন মানুষের ভয়ে আমরে সৎ পথে চলতে পারতাম।

No comments: