Adsense
অমুলক বা মূলক
পৃথিবী এমন একটি ক্ষেত্র যেখানে সব কিছু ঘটে পরিকল্পনামাফিক। হয় এই পরিকল্পনা কোন ব্যক্তি বা সংঘটন বা অদৃশ্য কোন শক্তির পরিকল্পনা অনুসারে যেটাকে আমরা গডস স্পিস বা আল্লাহর ইচ্ছা হিসাবে মেনে নিয়। হয়ত অনেক যুক্তি কেউ দেখান বা এড়িয়ে যান। কিন্তু কোন কিছুই অমূলক ঘটেনা এমন কি মানুষ খেয়ালের বশে বা অখেয়ালে কোন কিছু করলে বা বললেও সেটা অমুলক নয়। বরং সংশ্লিষ্টের জীবনকালেই সেটা মূলক হয়ে যায়। অর্থাৎ আপনি যেটা এমনি রসিকতার বসেও যদি কিছু বলে ফেলেন বা করে ফেলেন একটা সময় দেখবেন সেটা অযৌক্তিক ছিলনা। বরং তা প্রয়োজন ছিল। এবং আপনার সেই বলা বা করা সত্য এবং প্রয়োজনীয় ছিল। আপনি আমি চাইলেও সেটা রোধ করতে পারিনা। এটা ঘটবেই ঘটতে হবেই। কারণ সেটা বিধির অমোঘ বিধানে অদৃশ্য শক্তির ইশারায় করে ফেলেছি। এটার ব্যতিক্রম ঘটানোর সাধ ও সাধ্য আমাদের কোনদিন ছিলনা কোনদিন হবেওনা। কারণ আমরা সৃষ্টির ক্রিড়ানক। আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের যে প্রিলোডেড মেমোরি কার্ড দিয়ে পাঠিয়েছেন সেই মেমোরী দ্বারা আমরা রোবটের মত চলেছি। যদি কখনো কোন প্রোগ্রাম মিস বিহেভ করে তা সংশোধনের জন্য বা রিকভার করার জন্য ক্যাটালগ দিয়ে দিয়েছেন। যে যত বেশি ক্যাটালগ বা ইউজার গাইড ফলো করবে সে তত বেশী সফল রোবটের মত সার্ভিস দিবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment