কিছু লিখতে ইচ্ছা করে কিন্তু শরীরের কন্ডিশন সাপোর্ট পারিবারিক ব্যস্ততা সাপোর্ট করেনা।
সামাজিক দায়ভার সাপোর্ট করেনা।
এলোমেলো ভাবনা কলমের কালিমা বরণ করেনা
তবে কিভাবে সম্ভব? রাজশাহীর মরুকরণ থামবে কিভাবে? বিশ্বের উন্নত দেশগুলো যখন হাইড্রোলজিতে মনোনিবেশ করছে আমরা তখন ডাক্তার ইঞ্জিনিয়ার হবার স্বপ্নে ব্যকুল। আমার এক বন্ধুর হযরত শাহ মুখদুম (রহ:)এর দরবার সংশ্লিষ্ট পদ্মার পাড়ে বসে নদী নিয়ে কথা হচ্ছিল। সে একটা মতামত প্রদান করল পদ্মা ও রাজশাহীর মরুকরণ থামানোর প্রক্রিয়া নিয়ে। সে বিজ্ঞের মত মতামত প্রকাশ করল। রাজশাহীর মরুকরণ থামাতে পদ্মা নদীতে বাধ নির্মাণ করা জরুরী। বিশেষ করে পাকশি হার্ডিঞ্জ ব্রিজ এর নিকটে। এতে যে পানিটুকু বাধের রাজশাহী অংশে জমা হবে তা আমাদের রাজশাহী অঞ্চলের অন্যান্য নদীগুলোকে সচল করবে। এছাড়া বাধের কারণে পার্শ্ববর্তী দেশের অনেক অঞ্চল অনাকাঙ্ক্ষিত বন্য দ্বারা প্লাবিত হবে ফলে পার্শ্ববর্তী দেশ বন্যা থেকে পরিত্রান পেতে আমাদের সহযোগিতা কামনা করবে এতে করে গংগার পানি সুষম বন্টনের জন্য চাপ প্রয়োগ সহজ হবে। নদীর উত্তালতা অবৈধ চোরাচালানের পথে বাধা হয়ে দাঁড়াবে। বিশেষ করে মাদকের চোরাচালান বন্ধে তা অনেকটাই কার্যকর ভূমিকা রাখবে। তাছাড়া নদী প্রবাহ স্বাভাবিক হলে কৃষি এবং মৎস্য চাষে বিপ্লব সাধিত হবে। এছাড়া আমপুরের আমের স্বাদ গাংগেয় পলির উপর অনেকটা নির্ভরশীল বিশেষ করে সুস্বাদু আমের আদি জন্মস্থান কিন্তু গাংগেয় পলি নির্ভর। তাছাড়া কৃষিক্ষেত্রের অনেক রোগ বালায় এবং পরজীবীর আক্রমন প্রতিহত করা সহজ হবে। বাংগালী আবার মাছে ভাতে বাংগালী হিসেবে নিজেকে প্রকাশের পথে এগিয়ে যাবে। অনেক অর্থ ব্যয় করে নদী খননের প্রয়োজন পড়বেনা। পুরাতন নদীগুলো পানি পেলে নিজের পথ নিজেরাই তৈরী করে নেবে। আপনার কি মনে হয়?
সামাজিক দায়ভার সাপোর্ট করেনা।
এলোমেলো ভাবনা কলমের কালিমা বরণ করেনা
তবে কিভাবে সম্ভব? রাজশাহীর মরুকরণ থামবে কিভাবে? বিশ্বের উন্নত দেশগুলো যখন হাইড্রোলজিতে মনোনিবেশ করছে আমরা তখন ডাক্তার ইঞ্জিনিয়ার হবার স্বপ্নে ব্যকুল। আমার এক বন্ধুর হযরত শাহ মুখদুম (রহ:)এর দরবার সংশ্লিষ্ট পদ্মার পাড়ে বসে নদী নিয়ে কথা হচ্ছিল। সে একটা মতামত প্রদান করল পদ্মা ও রাজশাহীর মরুকরণ থামানোর প্রক্রিয়া নিয়ে। সে বিজ্ঞের মত মতামত প্রকাশ করল। রাজশাহীর মরুকরণ থামাতে পদ্মা নদীতে বাধ নির্মাণ করা জরুরী। বিশেষ করে পাকশি হার্ডিঞ্জ ব্রিজ এর নিকটে। এতে যে পানিটুকু বাধের রাজশাহী অংশে জমা হবে তা আমাদের রাজশাহী অঞ্চলের অন্যান্য নদীগুলোকে সচল করবে। এছাড়া বাধের কারণে পার্শ্ববর্তী দেশের অনেক অঞ্চল অনাকাঙ্ক্ষিত বন্য দ্বারা প্লাবিত হবে ফলে পার্শ্ববর্তী দেশ বন্যা থেকে পরিত্রান পেতে আমাদের সহযোগিতা কামনা করবে এতে করে গংগার পানি সুষম বন্টনের জন্য চাপ প্রয়োগ সহজ হবে। নদীর উত্তালতা অবৈধ চোরাচালানের পথে বাধা হয়ে দাঁড়াবে। বিশেষ করে মাদকের চোরাচালান বন্ধে তা অনেকটাই কার্যকর ভূমিকা রাখবে। তাছাড়া নদী প্রবাহ স্বাভাবিক হলে কৃষি এবং মৎস্য চাষে বিপ্লব সাধিত হবে। এছাড়া আমপুরের আমের স্বাদ গাংগেয় পলির উপর অনেকটা নির্ভরশীল বিশেষ করে সুস্বাদু আমের আদি জন্মস্থান কিন্তু গাংগেয় পলি নির্ভর। তাছাড়া কৃষিক্ষেত্রের অনেক রোগ বালায় এবং পরজীবীর আক্রমন প্রতিহত করা সহজ হবে। বাংগালী আবার মাছে ভাতে বাংগালী হিসেবে নিজেকে প্রকাশের পথে এগিয়ে যাবে। অনেক অর্থ ব্যয় করে নদী খননের প্রয়োজন পড়বেনা। পুরাতন নদীগুলো পানি পেলে নিজের পথ নিজেরাই তৈরী করে নেবে। আপনার কি মনে হয়?
No comments:
Post a Comment