আমি ডাকতে পারিনা
তুমি ডাকতে চাওনা
তোমার ঘেরা টোপে
যৌবন চলছে ছুটে
পারিনি টানতে লাগাম
জীবনের কিইবা দাম
অনুভুতি যেন এলকোহল
ভুলিয়ে দেয় কোলাহল
কেউবা পাগল কেউবা মাতাল
সকলেই দেয় গালাগাল
তাতেই কি যায় বা আসে
স্মৃতিগূলো মেঘ হয়ে ভাসে
ডেকেও তুমি পাওনা যখন
কালের তালে এটাই বিবর্তন
তবুও দিন যায় যে চলে
কষ্টটুকু ছুড়ে ফেলে
কাছে যখন পাওনি ডেকে
অশ্রু ঝরিয়ে লাভ কি চোখে
মাতাল হাওয়ার উদাস বনে
ডুকরে কাদি মনে মনে
অসমাপ্ত তুমি
No comments:
Post a Comment